Site icon Jamuna Television

নাতির বন্ধুকে বিয়ে করলেন বৃদ্ধা (ভিডিও)

কথায় আছে প্রেম মানে না কোনো বাধা। আর এই প্রবাদপ্রতিম কথাটিকেই বাস্তব করলেন জর্জিয়ার শেরিল ম্যাকগ্রেগর। ৬১ বছর বয়সী এই বৃদ্ধা বয়সের বাধাকে অতিক্রম করে বিয়ে করলেন নিজের নাতির বন্ধুকে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শুধু বিয়েই নয়, বিয়ের আগে তারা রীতিমতো প্রেমও করেছেন। ২৪ বছর বয়সী ওই তরুণ কোরান ম্যাককেইনের সাথে তার বিয়ে হয় সেপ্টেম্বরে। টিকেটকে লাইভ করা ওই বিয়ের ঘটনাটি লাখ লাখ মানুষ দেখেছে বলেও জানা গেছে।

নববধূ শেরিল বলেন, রাস্তায় বেশির ভাগ মানুষ আমার স্বামীকে আমার নাতি বলে মনে করে। এটা তার ভালো লাগে না বলেও জানান তিনি।

শেরিলের নাতির একটি খাবারের দোকান আছে। ওই দোকানে তকাজ করতেন কোরান। ২০১২ সালে কোরানের বয়স যখন মাত্র ১৫ বছর তখন শেরিলের সঙ্গে ওই দোকানেই পরিচয় হয় তার। ২০২০ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎই একটি আংটি নিয়ে শেরিলকে বিয়ের প্রস্তাব দেন কোরান আর তার পরিণতিতেই বিয়ের পিঁড়িতে বসেন তারা।

কোরান বলেন, শেরিল খুবই নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও আবেগি। আর এজন্যই কোরান তাকে ভালোবাসেন। কোরান বলেন, যখন তিনি শেরিলকে বিয়ের প্রস্তাব দেন, শেরিল আকাশ থেকে পড়েছিল।

প্রসঙ্গত, শেরিলের সাতজন সন্তান রয়েছেন। তারা সবাই ময়ের এই বিয়ে খুশিমনে মেনে নিয়েছেন।

শেরিল এবং কোরানোর বিয়ের ভিডিওটি দেখুন এখানে।

Exit mobile version