Site icon Jamuna Television

একদিনে দুই ম্যাচ টাইগারদের!

ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ বিকেল চারটায় পাপুয়া নিউগিনির মুখোমুখি হচ্ছে টিম টাইগার। বাঁচা মরার লড়াই আজ টাইগারদের সামনে। সুপার টুয়েলভে খেলার টিকিট পেতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টিম টাইগারদের।

পিএনজির সাথে শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ড- ওমান ম্যাচের ফলাফলের দিকেও। ওই ম্যাচের পরেই নির্ধারিত হবে কোন দুই দল যাচ্ছে সুপার টুয়েলভে। এ যেনো আসলেই একদিনে দুই ম্যাচ টাইগারদের।

এর আগে, পাপুয়া নিউগিনির খেলোয়াড়েরা মাঠে ঘাম ঝরাচ্ছেন বিশাল বিশাল ছক্কায়। বাংলাদেশকে কোনোভাবেই ছাড় দিতে নারাজ টিম পিএনজি।

অন্যদিকে, বাংলাদেশ দল অনুশীলনে আসেনি। সাংবাদিকদের বসিয়ে রেখেও সংবাদ সম্মেলনেও আসেননি দলেন কোনো খেলোয়াড়।

প্রসঙ্গত, প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে স্কটল্যান্ড, দুই হার নিয়ে সবার নিচে অবস্থান পাপুয়া নিউগিনির। একটি করে ম্যাচ জিতেছে ওমান ও বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় দুই নম্বরে ওমান আর তিনে আছে বাংলাদেশ। আজকের খেলার ফলাফলের ওপর নির্ভর করছে সুপার টুয়েলভে যাবে কোন দুই দল।

Exit mobile version