Site icon Jamuna Television

শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’ এ তল্লাশি চলছে

ছবি: সংগৃহীত।

বলিউড বাদশা শাহরুখ খানের বাসায় হাজির হলো পুলিশ। অভিযান চলছে এ অভিনেতার মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ এ।

আজ (২১ অক্টোবর) দুপুরে আচমকাই তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় পুলিশ। নেতৃত্বে আছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

আজ সকালেই মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলে আরিয়ান খানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন শাহরুখ। ২ অক্টোবর মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) হাতে ছেলে আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম তার সঙ্গে জেলে গিয়ে দেখা করেন এই অভিনেতা।

‘মান্নাত’-এ অভিযান পরিচালনাকারী এনসিবির এক কর্মকর্তা ইন্ডিয়া টাইমসকে বলেন, তদন্ত চলমান। আর একজনের বাসায় অভিযান চলা মানেই তিনি সরাসরি অপরাধে যুক্ত এটার প্রমাণ হয় না। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা নানা ধরনের প্রক্রিয়া অনুসরণ করছি।

৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন আরিয়ান। শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে আরিয়ান খান মাদক মামলায় এক নম্বর অভিযুক্ত। মূলত তার কারণেই শাহরুখের বাসায় চলছে তল্লাশি। গতকালও জামিন আবেদন খারিজ হওয়ায় আপাতত কারাগারেই থাকতে হচ্ছে শাহরুখপুত্র আরিয়ানকে।

প্রসঙ্গত, ২ অক্টোবর মুম্বাইয়ে একটি ক্রুজ শিপ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানসহ আট জনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা।

Exit mobile version