Site icon Jamuna Television

পাক-ভারত ম্যাচ নিয়ে যা বললেন শাকিব

মমিন শাকিব। ছবি: সংগৃহীত

২৩ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব। তবে সবার নজর চিরপ্রতিদ্বন্দ্বী পাক-ভারত ম্যাচের দিকে। যেটি হবে ২৪ অক্টোবর। 

হাইভোল্টেজ সেই ম্যাচ নিয়ে ক্রিকেটারদের মতো সমর্থকরাও প্রস্তুত। বাগযুদ্ধ শুরু হয়ে গেছে। এই সময়ে আবারও ভাইরাল হয়েছেন ২০১৯ বিশ্বকাপে ভাইরাল হওয়া সেই যুবকের ভিডিও। 

‘ও ভাই মারও মুঝে মারও’- উচ্চারণ করলেই যে কেউ বুঝে যাবে তার কথা।

সেই বিশ্বকাপে ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তানের সমর্থকের মোমিন শাকিবের ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে থাকে। ২৪ অক্টোবরের ম্যাচের আগে ফের আলোচনায় সেই পাকিস্তান সমর্থক মোমিন শাকিব।

পাক-ভারত ম্যাচ উপলক্ষ্যে নিজের ফেসবুকে নতুন ভিডিও ছেড়েছেন শাকিব। 

ভিডিওটি দেখুন

সেখানে তিনি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আপনি তৈরি তো? দুটোই তো ম্যাচ আছে। একটা পাকিস্তান-ভারত, অন্যটা আমির খানের লাগান ছবির। মনে হচ্ছে যেন কালকেই ২০১৯ সালের ম্যাচটি শেষ হয়েছে। সময় কী ভাবে কেটে গেছে বুঝতেই পারলাম না। পাকিস্তানের জন্য এই ম্যাচটি জেতা খুব জরুরি।

Exit mobile version