Site icon Jamuna Television

এক বছর বয়সী শিশুর উপার্জন ৮৫ হাজার টাকা!

ছবি: ইন্সটাগ্রাম।

বয়স মাত্র এক বছর। এই বয়সেই এক হাজার ডলার উপার্জন করে ফেলেছে সে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ হাজার টাকা। ইনস্টাগ্রামে ‘বেবি ব্রিগস’ অ্যাকাউন্টে দেখতে পাওয়া সদাহাস্য শিশুটিই এখন পৃথিবীর কনিষ্ঠতম ‘পর্যটন উৎসাহী’।

ডেইলি মেইল জানিয়েছে, ইতোমধ্যে ৪৫ বার বিমানে চড়ে ফেলেছে ওই শিশু। ঘুরে ফেলেছে অ্যামেরিকার ১৬টি প্রদেশ। তার মধ্যে রয়েছে আলাস্কা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডার মতো প্রদেশ।

ওই শিশুর মা জানিয়েছেন, গত বছর ১৪ অক্টোবর জন্ম নেয় সে। মাত্র তিন সপ্তাহ বয়সে প্রথম বার ঘুরতে যায়।

ইতোমধ্যে ইনস্টাগ্রামে তার ৩০ হাজার ফলোয়ার রয়েছে। শিশুটির মা একটি ব্লগ চালান, ‘পার্ট টাইম টুরিস্ট’ নামে। ২০২০ সালে তিনি মা হন। তার পর ভেবেছিলেন, আর হয়তো ব্লগ চালানো সম্ভব হবে না। কিন্ত ছেলে সামান্য বড় হতেই তিনি ফের শুরু করেন ব্লগের কাজ।

শিশুটির মা বলছেন, আমি একটা সময়ের পর বাচ্চাদের ঘুরে বেড়ানোর বিষয়ে ইনস্টাগ্রামে একাধিক ব্লগ খুঁজতে থাকি। একটিও পাইনি। তার পরেই মজা করে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করি। সন্তানের সঙ্গে বেড়ানোর মজা ভাগাভাগি করতে শুরু করি সাধারণ মানুষের সঙ্গে।

ইতোমধ্যে একটি প্রযোজনা সংস্থাও বিভিন্ন ভাবে সাহায্য করছে ওই শিশুর মাকে। আপাতত ছেলেকে নিয়ে বেড়ানোর পরিকল্পনায় কোনও ছেদ পড়ছে না বলেই জানালেন শিশুটির মা।

Exit mobile version