Site icon Jamuna Television

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত ৬

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে পৃথক তিনটি হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন সেনাবাহিনী জানায়, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে। খবর আল জাজিরার।

পাকিস্তান সেনাবাহিনীর প্রেস উইং এক বিবৃতিতে জানায়, বুধবার (২০ অক্টোবর) রাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় অন্তত নিরাপত্তা বাহিনীর চারজন নিহত হয়েছেন। ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি শক্তিশালী বোমা তাদের দিকে ছোড়া হয়। এতে নিহত হন দুজন প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পস ফোর্সেসের এবং বাকি দুজন পুলিশ সদস্য।

বাজাউর জেলা সাবেক ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়ার (এফএটিএ) অংশ। যেখানে পাকিস্তানি সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি দীর্ঘ অভিযান চালিয়েছিল।

২০২১ সালে ফের অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটছে।

Exit mobile version