Site icon Jamuna Television

টস জিতে বাংলাদেশের ব্যাটিং

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। গত ম্যাচে ওমানের সাথে প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জিং সংগ্রহকে রক্ষা করা গিয়েছিল ভালোভাবেই। সেই কম্বিনেশনকেই কাজে লাগাতে এটা হতে পারে একটি টিম প্ল্যান।

আল আমিরাতের উইকেটকেও ব্যাটিং উপযোগী সারফেসই মনে হয়েছে উইকেট বিশ্লেষকরা। পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, প্রথমবারের মতো কোনো টেস্ট প্লেয়িং দলের সাথে খেলতে নামছেন তারা। তাই এ দিনটি পিএনজির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় দিন। তিনি বলেন, আমরা খুবই উৎসাহ বোধ করছি। আমাদের হারানোর কিছুই নেই। তবে স্কোয়াডে এসেছে পরিবর্তন। টনি উরা এবং নসাইনা পাকারা থাকছেন না আজ। দলে ঢুকেছেন হিরি হিরি।

বাংলাদেশ গত ম্যাচের দলকেই অপরিবর্তিত রেখেছে। নাইমের সাথে ওপেন করবেন লিটন দাস। নাসুম আহমেদ দলের বাইরে থাকছেন আজকেও। তিন পেসারই থাকছেন গত ম্যাচের মতো।

Exit mobile version