Site icon Jamuna Television

প্রথম বলে জীবন পেয়ে দ্বিতীয় বলেই হারালেন নাইম

ছবি: সংগৃহীত

প্রথম বলেই জীবন পেয়ে দ্বিতীয় বলেই তা হারালেন নাইম। শূন্য রানেই ফিরে গেছেন বাংলাদেশের এই ওপেনার।

পাপুয়া নিউগিনির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচে দারুণ এক উপহার দিলেন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ নাইম। প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ধরতে পারেননি উইকেটকিপার কিপলিন দরিগা। তবে উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞই বোধহয় এদিন ছিলেন নাইম। গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলে আস্থা অর্জন করার পরের ম্যাচে ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মেরে সেসে বাউয়ের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি, দিলেন পিনজিকে শুরুতেই উৎসাহের উপলক্ষ্য।

উইকেটে এসেছেন সাকিব আল হাসান। নতুন বল মোকাবিলা করার বাংলাদেশের টপ অর্ডারের সাথে মিডল অর্ডারের অভিজ্ঞতাও এবার হয়ে যাচ্ছে ঢের।

Exit mobile version