Site icon Jamuna Television

প্রত্যাশিত মনোভাব সাকিব-লিটনের ব্যাটে

লেগ সাইডে সাকিবের দৃষ্টিনন্দন শট। ছবি: সংগৃহীত

সাকিব ও লিটনের ব্যাটে দেখা যাচ্ছে ভয়ডরহীন ক্রিকেট; হাল আমলে যাকে ইতিবাচক বা আক্রমণাত্মক মনোভাব হিসেবেও রূপায়িত করা হচ্ছে।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পেছনে সবচেয়ে বড় করে দেখা হচ্ছিল ইতিবাচক মনোভাবের অনুপস্থিতিকে। তার পুনরাবৃত্তি যে ওমান ম্যাচেও মাঝেমধ্যেই উঁকি দেয়নি, তা বলা যায় না। তবে ব্যাটিং ফিল্ডিংয়ে আক্রমণাত্মক মনোভাব অনেকটাই ফিরে এসেছে সেই ম্যাচে। আর আজ পাপুয়া নিউগিনির সাথে ম্যাচে তো অতিরিক্ত আক্রমনাত্মক হতে গিয়েই প্রথম ওভারেই ফিরে গেছেন মোহাম্মদ নাইম। তবে ভারসাম্যপূর্ণ ব্যাট করছেন লিটন ও সাকিব। ৬ ওভারে উঠে গেছে ৪৫ রান। ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন দুই ব্যাটারই।

লিটনের ব্যাটে দেখা যাচ্ছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রত্যয়। ব্যাটের মাঝ ব্লেডের টাইমিংয়ে ২০ বলে ২৭ রান নিয়ে ক্রিজে আছেন তিনি। অন্যদিকে গত ম্যাচেই আলরাউন্ড পারফরমেন্স দেখানো সাকিব আল হাসান আজও দেখাচ্ছেন, ছন্দেই আছেন তিনি।

Exit mobile version