Site icon Jamuna Television

ইনিংসের মাঝপথে বড় সংগ্রহের হাতছানি

ক্রিজে এখনও ভরসার প্রতীক হয়ে আছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনির সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অর্ধেক ইনিংসের খেলা শেষ করেছে বাংলাদেশ। ১০.২ ওভারের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৭২। তবে সাকিব আল হাসানের ব্যাট ছন্দে আছে বলে, বড় সংগ্রহ এখনও খুবই সম্ভব বলেই প্রতীয়মান হচ্ছে।

দুই ওপেনার একই ম্যাচে ভালো করাটা যেন দুর্লভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। আজ ব্যর্থ হয়েছেন নাইম। তবে বড় সংগ্রহ না পেলেও সাকিব আল হাসানের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে কার্যকর সঙ্গ দিয়ে গেছেন লিটন দাস। ৪২ বলে ৫০ রানের জুটিতে লিটনের অবদান ২৩ বলে ২৯ রান। এই ইনিংসে ছিল একটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।

সাকিব বেশ দৃঢ়তার সাথেই ব্যাট করে যাচ্ছেন এখন। তবে চারে নেমে আবারও হতাশ করেছেন মুশফিকুর রহিম। মি. ডিপেন্ডেবল চলতি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারার ধারায় আজও আউট হয়েছেন ৮ বলে ৫ রান করে।

Exit mobile version