Site icon Jamuna Television

সপ্তাহের সেরা ক্যাচে ফিরে গেলেন সাকিব

ছবি: সংগৃহীত

চার্লস অ্যামিনি বলেছিলেন, এই ম্যাচটি তাদের জন্য কত গুরুত্বপূর্ণ। সেটার সাক্ষর মাঠেও যেন রাখলেন তিনি। ইনফর্ম সাকিব আল হাসানকে ফেরাতে যে ক্যাচটা নিলেন অ্যামিনি, সেটাকে সপ্তাহের সেরা ক্যাচ বললে অত্যুক্তি হয় না।

সাকিব আল হাসান আজ তার ইনিংসের শুরু থেকেই ছিলেন সুযোগসন্ধানী। ভালো বলকে সিঙ্গেল এবং খারাপ ডেলিভারিকে বাউন্ডারি/ওভার বাউন্ডারিতে পরিণত করে যাচ্ছিলেন দারুণভাবে। পিএনজি অধিনায়ক আসাদ ভালার গুড লেংথের বলটি ছিল অফ স্ট্যাম্পের অনেক বাইরে। আগের বলেই সাকিবের কাছে ওভার বাউন্ডারিতে আছড়ে পড়েন গ্যালারিতে। সে কারণেই হয়তো অনেকটাই ওয়াইড ছিল এই অফস্পিনারের ডেলিভারি। সাকিবও সরে গিয়ে সপাটে চালালেন ব্যাট। লং অন থেকে দৌড়ে এসে ডাইভিং যে ক্যাচটা নিলেন চার্লস অ্যামিনি, পিএনজির দর্শকরা হয়তো দৃশ্যটিকে মনে রাখবেন অনেকদিন।

২২ বলে ৩৯ রান নিয়ে দারুণ খেলছেন এখন অধিনায়ক মাহমুদউল্লাহ। সাথে আছেন আফিফ হোসেন। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৬.২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান।

Exit mobile version