Site icon Jamuna Television

বগুড়ায় বিসর্জনের জন্য রাখা লক্ষ্মী প্রতিমা ভাঙচুর

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।

বগুড়া ব্যুরো:

বগুড়ায় বিসর্জনের জন্য রাখা লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় শহর সংলগ্ন সাবগ্রাম এলাকার ওই মন্দিরে রাখা প্রতিমাটি ভাঙচুর করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জনের জন্য প্রতিমা আনতে গেলে বিষয়টি টের পান।

বগুড়া সদর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে বুধবার রাত ৯টা পর্যন্ত লক্ষ্মীপূজার আনুষ্ঠানিকতা শেষে কেবল বিসর্জন বাকি ছিলো। বুধবার রাতেও পূর্ণিমা তিথি থাকায় বৃহস্পতিবার সকালে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। রাতে সাবগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা রাখা হয়। সকালে ফুল এবং বিসর্জনের অন্যান্য অনুষঙ্গ নিয়ে মন্দিরে গিয়ে স্থানীয়রা দেখতে পান, লক্ষ্মী প্রতিমার মাথা মাটিতে পড়ে আছে এবং প্রতিমার শরীরের বাকী অংশও বেদির ওপর ফেলে রাখা।

বিষয়টি জানার পর জেলা প্রশাসক জিয়াউল হক এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী মন্দির এলাকা পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী যমুনা টেলিভিশন জানিয়েছেন, বগুড়ায় শারদীয় দুর্গাপূজা খুবই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আমরা এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করছি। দুষ্কৃতিকারীদের চিহ্নিত এবং আটক করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

/এসএইচ

Exit mobile version