Site icon Jamuna Television

৮ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুণছে পিএনজি

হেসেখেলেই জয়ের দ্বারপ্রান্তে মাহমুদউল্লাহ বাহিনী। ছবি: সংগৃহীত

লক্ষ্য ছিল অনেক বড়, ১৮২ রান। তবে এখন হয়তো আর সেই বিশাল পথ পাড়ি দেয়ার কথা ভাবছে না পিএনজি। সাকিব আল হাসান এবং অন্যান্য টাইগার বোলারদের সামনে ৮ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে প্রথমবারের মতো টেস্ট প্লেয়িং দলের বিরুদ্ধে খেলতে নামা এই দেশ।

সাকিব বোলিংয়ে এসেই গুড়িয়ে দিয়েছেন পিএনজির মিডল অর্ডার। অবশ্য তার আগেই দৃশ্যপটে আবির্ভূত হয়েছিলেন সাইফুদ্দিন ও তাসকিন। পিএনজির টপ অর্ডারের দুই ব্যাটারকে এই দুই পেসার ফিরিয়ে দেয়ার পর সাকিব পূর্ণ করেছেন তার বোলিংয়ের কোটা। আর এর মধ্যেই মাত্র ৯ রান খরচায় তুলে নিয়েছেন চার চারটি উইকেট। ব্যাটিংয়ে ৩৭ বলে ৪৬ রানের ইনিংসের পর আবারও অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করলেন এই নাম্বার ওয়ান অলরাউন্ডার।

জয়ের কক্ষপথ থেকে আগেই ছিটকে পড়া পাপুয়া নিউগিনির সংগ্রহ শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান।

Exit mobile version