Site icon Jamuna Television

নওগাঁয় স্ত্রীর করা মামলায় জেল হাজতে চিকিৎসক

স্ত্রীর করা মামলায় জেল হাজতে নেয়া হয়েছে চিকিৎসক আলো রাজীকে।

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় স্ত্রীর দায়ের করা মামলায় আল রাজী নামে এক চিকিৎসককে জেল হাজতে পাঠিয়েছে আদালত। 

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) নওগাঁ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক ওই চিকিৎসকে হাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় আল রাজীকে নওগাঁ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে, গত ২০ আগষ্ট স্ত্রী ডা. তাহমিনা বাদি হয়ে আও রাজির বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত আল রাজী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। তবে সেই জামিনের মেয়াদ শেষ হলে তিনি নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করেন। তবে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডা. আল রাজি নওগাঁ শহরের আল-রাজী আই কেয়ার হসপিটালের কর্নধার ডাঃ ময়েন উদ্দিনের ছেলে।

মামলার বাদি ডা. তাহমিনা জানান, ২০১৩ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোটা অংকের যৌতুক দাবি করে আসছিল আল রাজী ও তার পরিবার। যৌতুক না পেয়ে আমাকে নির্যাতন করেছে তারা। 

/এসএইচ

Exit mobile version