Site icon Jamuna Television

জয়ের লক্ষ্যে স্কটিশদের সুস্থির সূচনা

ছবি: সংগৃহীত

ওমানের করা ১২২ রানের জবাবে ব্যাট করছে এখন স্কটল্যান্ড। জর্জ মান্সির উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষে স্কটিশদের সংগ্রহ ৬.৪ ওভারে ১ উইকেটে ৫৪ রান। জয়ের জন্য এখনও ৮০ বলে ৬৯ রান দরকার স্কটিশদের।

অধিনায়ক কাইল কোয়েটজারকে নিয়ে ওপ্নে করতে নেমে ভালো সূচনাই এনে দিয়েছেন জর্জ মান্সি। ৪টি চারের সাহায্যে ১৯ বলে ২০ রান করার পর ফাইয়াজ বাটের বলে জিতেন্দার সিংয়ের হাতে ধরা পড়েন মান্সি। এতে ভাঙে ৩৩ রানের ওপেনিং জুটি। নতুন বলে বিলাল খান এবং ফাইয়াজ বাট পেয়েছেন সুইং। এই দুই স্ট্রাইক বোলারের বিপক্ষে দেখেশুনেই ব্যাট করেছে স্কটিশরা। জর্জ মান্সির উইকেটের পতনের পর ক্রিজে এসেছেন ম্যাথু ক্রস। আর গত দুই ম্যাচে রান না পাওয়া কাইল কোয়েটজার খেলছেন ১৭ বলে ২৭ রান নিয়ে।

দুই ম্যাচে দুই জয় নিয়ে চূড়ান্ত পর্বের পথে অনেকটাই এগিয়ে আছে স্কটল্যান্ড। অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও এক পরাজয় নিয়ে সুপার টুয়েলভে উন্নীত হবার জন্য ওমানের সামনে ম্যাচ জয়ের বিকল্প নেই আজ। সেই জয়ও আসতে হবে বড় ব্যবধানে।

Exit mobile version