Site icon Jamuna Television

অনির্দিষ্টকালের জন্য রাস্তা আটকে বিক্ষোভ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

সংগৃহীত ছবি

সকলের বিক্ষোভের অধিকার রয়েছে তবে অনির্দিষ্টকালের জন্য রাস্তা আটকে নয়। ভারতের কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক বিক্ষোভ নিয়ে এমনই মত দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দিল্লির সিঙ্ঘু সীমানায় প্রায় এক বছর ধরে রাস্তা আটকে বিক্ষোভ করা কৃষকদের সরাতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এ নিয়ে কৃষক সংগঠনগুলোকে মতামত জানাতে তিন সপ্তাহের সময় দিয়েছেন দেশটির শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ডিসেম্বর।

মামলাটির শুনানি চলাকালে সুপ্রিম কোর্ট জানায়, শেষ পর্যন্ত একটা সমাধান তো দরকার। আইনি লড়াই চললেও বিক্ষোভের অধিকারের বিপক্ষে নয় আদালত। কিন্তু রাস্তা আটকিয়ে রাখা যাবে না। মানুষের রাস্তায় চলার অধিকারও রয়েছে। সংসদে বিতর্কের মাধ্যমে বিষয়টির সমাধান হতে পারে।

Exit mobile version