Site icon Jamuna Television

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির ঘাতক স্বামী

ছবি: সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এর পরে আবার নিজেই থানায় এসে হাজির হয়েছে তিনি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে।

বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে আজ শুক্রবার সকালে পিরোজপুর সদর থানায় হাজির হয় স্বামী আব্দুস সত্তার (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা মৃত জোনাব আলি শেখের পুত্র আব্দুস সত্তার শেখ। আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে অনেকটা বিপর্যস্ত ছিল। এসব কারণে পরিবারের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুস সত্তার তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করে। পরে শুক্রবার ভোরে আব্দুস সত্তার তার ছোট কন্যা সাদিয়া আক্তারকে (৬) সাথে নিয়ে পিরোজপুর সদর থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানায়।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আব্দুস সত্তার নিজেই থানায় এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version