Site icon Jamuna Television

ভ্যাকসিন পাসপোর্ট চালুর ঘোষণা দিয়েছে কানাডা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংগৃহীত ছবি

দেশে-বিদেশে ভ্রমণের জন্য ‘ভ্যাকসিন পাসপোর্ট’ বা আন্তর্জাতিক মানসম্পন্ন টিকাসনদ দিতে যাচ্ছে কানাডা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ভ্যাকসিন পাসপোর্টে থাকা কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে বিমানবন্দর, ট্রেন স্টেশনের মতো জায়গাগুলোয় প্রবেশের সুযোগ পাবেন কানাডীয়রা। সেখানে ব্যক্তির নাম-পরিচয়, জন্ম তারিখ, কোন টিকা গ্রহণ করেছেন এবং কবে ডোজগুলো দেয়া হয়েছে সেসব তথ্য সংযুক্ত থাকবে।

দেশটির ৭৩ শতাংশ মানুষের দু’ডোজ করোনা টিকাপ্রাপ্তি নিশ্চিত করেছে সরকার। তবে পূর্ণাঙ্গ টিকাগ্রহীতা হলেও ৩০ নভেম্বরের আগে বিমানে ভ্রমণের সুযোগ পাবেন না কানাডীয়রা।

Exit mobile version