Site icon Jamuna Television

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথমবারের মত ঢাকার বাইরের ৭ বিভাগের কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্ন গতবারের তুলনায় সহজ হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, আগামী দিনেও ঢাকার বাইরের কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি অব্যাহত থাকবে।

আজ শুক্রবার (২২ অক্টোবর) সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে ভর্তিচ্ছুরা আসতে থাকেন। এবার বাণিজ্য অনুষদের সাড়ে ১২শ আসনের জন্য ২৭ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতি আসনের জন্য গড়ে ২২ জন করে পরীক্ষার্থী ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন। এবার পরীক্ষারর মান ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ঢাকাসহ দেশের ৭ টি বিভাগীয় কেন্দ্রে একযোগে সকাল ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার পরিবেশ ো অন্যান্য ব্যবস্থাপনা সন্তোষজনক। আগামী দিনেও ঢাকার বাইরের কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়টি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (২৩ অক্টোবর) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এসএইচ

Exit mobile version