Site icon Jamuna Television

মুসলিম বিয়ে হিন্দুদের মতো পবিত্র নয়: ভারতের হাইকোর্ট

ছবি: সংগৃহীত।

মুসলিম বিবাহ কেবলমাত্র কিছু ভবনার ‘চুক্তি’, হিন্দু বিবাহের মতো পবিত্র নয়। সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছে ভারতের কর্নাটকের হাইকোর্ট। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মূলত, এজাজুর রহমান নামে বেঙ্গালুরুর এক বাসিন্দা স্থানীয় ফ্যামিলি কোর্টে একটি মামলা করেছিলেন। যদিও সেই ঘটনার শুরু ১৯৯১ সালে। ওই বছর স্ত্রীকে তালাক দিয়েছিলেন এজাজুর। তারপর ফের বিয়ে করেন তিনি। এক সন্তানের পিতা হন। ২০০২ সালে তার প্রথম স্ত্রী একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতে আদালত ৩ হাজার রুপি মাসিক ভরণপোষণ দেয়ার কথা বলে। এই আদেশকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাই কোর্টে যান এজাজুর।

গত ৭ অক্টোবর কর্নাটক হাই কোর্ট এই মামলার রায়ে বলে, বিবাহ একটি চুক্তি, এই কথার বিভিন্ন অর্থ আছে। মনে রাখতে হবে, হিন্দু বিবাহের মতো এই বিবাহ পবিত্র নয়। আদালত এজাজুরের আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি, আলাদা করে জরিমানা করেছে ২৫ হাজার রুপি।

Exit mobile version