Site icon Jamuna Television

ইসরায়েলের মিথ্যাচারের জবাব দেয়ায় মালয়েশিয়াকে হামাসের কৃতজ্ঞতা

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ।

ইসরায়েলি মিথ্যাচারের সমুচিত জবাব দেয়ায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহর প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সেই সাথে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে থাকায় মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দলটি।

সম্প্রতি ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী দাবি করেন, ওমান, তিউনিসিয়া, কাতার ও মালয়েশিয়া তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারে, এমন বক্তব্য দিলে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ দৃঢ়ভাবে এ ব্যাপারে নিজ দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

গত বুধবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ বলেন, ফিলিস্তিনি জাতির স্বাধিকারের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত ছিল, আছে এবং সবসময় থাকবে। সন্ত্রাসী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনোও সম্ভাবনা ও পরিকল্পনা কুয়ালালামপুরের নেই।

পরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাইফুদ্দিন আব্দুল্লাহকে ধন্যবাদ দিয়ে হামাস জানায়, মালয়েশিয়া সব সময় ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার বিরোধী। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী শক্তির দখলদারিত্বের বিরোধী। তাদের সাথে আমাদের সম্পর্ক এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের।

/এসএইচ

Exit mobile version