Site icon Jamuna Television

পূজামণ্ডপে হামলার অভিযোগে ভিপি নুরের সংগঠনের ৪ নেতাসহ ১০ জন গ্রেফতার

পূজা মণ্ডপে হামলায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের ৪ জন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন যুব ও ছাত্র অধিকার আন্দোলনের নেতা। নগরীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) পুলিশের দাবি, চট্টগ্রামের জে এম সেন হল পূজা মণ্ডপে হামলার ভিডিও ফুটেজ দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়। কয়েকদিন আগে গ্রেফতার একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবনাবন্দি এবং তার সহযোগীদের ব্যাপারে তথ্য দেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রাতে ১০ জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

এদের মধ্যে ছাত্র যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক নাছির, সদস্য সচিব মিজানুর রহমানও আছেন। তাদের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গত ১৫ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

Exit mobile version