Site icon Jamuna Television

বাঁচা-মরার ম্যাচে ভালো শুরু আয়ারল্যান্ডের

ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও নামিবিয়া। যে দল এই ম্যাচ জিততে পারবে তারাই চলে যাবে সুপার টুয়েলভে। আর হারলেই আসর থেকে ছিটকে যেতে হবে।

এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। আর ব্যাট করতে নেমেই ঝড়ো সূচনা এনে দিয়েছেন দুই আইরিশ ওপেনার। মাত্র ৯ ওভারেই ২ উইকেট হারিয়ে ৬৮ রান তুলে ফেলে দলটি। ২৪ বলে ঝড়ো ৩৮ রান করে পল স্টার্লিং আউট হওয়ার পর ২৫ রানে ফেরেন আরেক ওপেনার কেভিন ও ব্রায়েন। বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করছেন দলটির অধিনায়ক অ্যান্ডি বালবিরিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে গ্রুপ এ-তে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে এরইমধ্যে সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করে ফেলেছে শ্রীলংকা। আর দুইটি ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট আয়ারল্যান্ড ও নামিবিয়ার। তাই এই ম্যাচের ওপরই নির্ভর করছে দল দুটির সুপার টুয়েলভে খেলার ভাগ্য। অন্যদিকে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে গ্রুপের অপর দল নেদারল্যান্ডসের।

Exit mobile version