Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে চাপে থাকবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব এরইমধ্যে নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল। এসব দলকে বাংলাদেশ চাপে ফেলবে বলেই মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট।

পাইলটের মতে, বিশ্বকাপের মূলপর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার জন্য চাপে থাকবে। বাংলাদেশ দল গ্রুপপর্বে যেমন ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে চাপে ছিল।

খালেদ মাসুদ পাইলটের বিশ্বাস করেন, বাংলাদেশ দল মূলপর্বে প্রত্যাশার চেয়েও ভাল খেলবে। কারণ বাংলাদেশ দল নির্ভার হয়ে খেলবে। এতে রিয়াদ বাহিনীর পারফরমেন্সের আরও উন্নতি হবে বলেই মনে করেন পাইলট।

বিশ্বকাপের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। এদিন তারা খেলবে শ্রীলঙ্কার সাথে। ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা। ২৯ অক্টোবর উইন্ডিজ আর ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহর দল। এছাড়া সুপার টুয়েলভের সবশেষ ম্যাচে ৪ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

Exit mobile version