Site icon Jamuna Television

ফুটবল র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ আগালো বাংলাদেশ, শীর্ষে বেলজিয়াম

ফিফার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। এই খবর প্রকাশিত হয়েছে ফিফার ওয়েবসাইটে।

মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এলেও ভারতের সঙ্গে ড্র করেছিলো বাংলাদেশ। পরে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে হার এবং নেপালের বিপক্ষে ড্রয়ের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় জামাল ভূঁইয়ার দল।

সাফ অঞ্চলে র‍্যাঙ্কিংয়ে সবার চেয়ে এগিয়ে আছে এবারের সাফ চ্যাম্পিয়ন ভারত। তারা আছে ১০৬ নম্বর অবস্থানে। ১৫২ নম্বরে থেকে এই অঞ্চলের দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান। ১৬৯ নম্বরে আছে নেপাল আর বাংলাদেশের ঠিক আগের অবস্থানেই আছে ভুটান।

এদিকে, র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুই স্থান ধরে রেখেছে বেলজিয়াম ও ব্রাজিল। লিওনেল মেসির আর্জেন্টিনা আছে ছয় নম্বরে। একধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে অবস্থান করছে সর্বশেষ ইউরোজয়ী ইতালি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে আট নম্বরে। উন্নতি করেও বারো নম্বরে অবস্থান চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড।

Exit mobile version