Site icon Jamuna Television

নিয়মরক্ষার ম্যাচে টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

সুপার টুয়েলভে খেলা আগেই নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। এবার নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিল লংকানরা।

এই ম্যাচে দলে মাত্র একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। দিনেশ চান্ডিমালের পরিবর্তে দলে জায়গা পেয়েছে চারিথ আসালাঙ্কা। আর এরইমধ্যে বিদায় নিশ্চিত হওয়া নেদারল্যান্ড দলে এনেছে তিনটি পরিবর্তন। খেলছেন না দলের সবচেয়ে বড় তারকা রায়ান টেন ডেসকাটেও।

টি-টোয়েন্টির চলতি আসরে কারা সুপার টুয়েলভে খেলবে তা এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে। বি গ্রুপে স্কটল্যান্ড ও বাংলাদেশ খেলবে পরের রাউন্ডে। আর প্রথম দুই ম্যাচ জিতে আগেই গ্রুপ এ তে শ্রীলঙ্কা নিশ্চিত করে মূলপর্ব। এই তিন দলের সাথে পরের রাউন্ডে উঠেছে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারানো নামিবিয়া।

Exit mobile version