Site icon Jamuna Television

উদ্বোধন হলো বিশ্বের সর্ববৃহৎ নাগরদোলা, টিকেট ৩ হাজার টাকা

বিশ্বের সর্ববৃহৎ নাগরদোলার উদ্বোধন করলো, দুবাই। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ‘আই ইন দুবাই’ বা ‘দুবাইর চোখ’ নামের হুইলটি জনসাধারণের জন্য খোলা হয়। সাড়ে ৮শ’ ফুটের বেশি উচ্চতার নাগরদোলায় একসাথে চড়তে পারবেন ১৭শ’ ৫০ জন দর্শণার্থী। বাংলাদেশি মুদ্রার ৩ হাজার টাকা থেকে শুরু টিকেটের দাম।

এই নাগরদোলার ওপর থেকে দুবাই’র ৩৬০ ডিগ্রি ভিউ’র পাশাপাশি দেখা যাবে আরব উপসাগরও।

সাড়ে ৮শ’ ফুট উচ্চতার নাগরদোলায় রয়েছে ৪৮টি বিলাসবহুল কেবিন। যার প্রতিটিতে ৪০ জনের মতো অতিথি উঠতে পারবেন। একবারে চড়তে পারবেন ১,৭৫০ জন। ঘোরা যাবে ৩৮ মিনিট।

টেমস নদীর তীরে, লন্ডনের বিখ্যাত হুইলের তুলনায় আকার-উচ্চতায় ‘আইন দুবাই’ ৮ গুণ বড়। বানাতে লেগেছে ১১ হাজার ২০০ টন ইষ্পাত। যা, আইফেল টাওয়ারের তুলনায় ৩৩ শতাংশ বেশি। নাগরদোলাটি বানাতে কাজ করেছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি, সংযুক্ত আরব আমিরাতের মতো ১০টি দেশ।

Exit mobile version