Site icon Jamuna Television

ছাত্রীদের স্মার্টফোন-স্কুটার দেয়ার ঘোষণা প্রিয়াঙ্কা গান্ধীর

প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

এইচএসসি পাস ছাত্রীদের স্মার্টফোন এবং স্নাতক পাস ছাত্রীদের ইলেকট্রিক স্কুটার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস সরকার গড়লেই তিনি এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

টুইটারে এমন ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা।  

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। যোগীর রাজ্যে দল পুনর্গঠনের দায়িত্বে রয়েছেন প্রিয়াঙ্কা। তার নেতৃত্বে আসন্ন নির্বাচনে কংগ্রেস যে নারী ভোটারদের টানতে চাইছে, সেটি এই প্রতিশ্রুতিতেই স্পষ্ট। মঙ্গলবার তিনি জানান, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে নারী প্রার্থী দেবে কংগ্রেস।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) টুইটে প্রিয়াঙ্কা লেখেন, গতকাল কয়েকজন ছাত্রীর সাথে দেখা করলাম। ওরা বলল, পড়াশোনা আর নিরাপত্তার জন্য ওদের স্মার্টফোন চাই। তাদের এই চাহিদা মেনে দলের ইসতেহার কমিটির অনুমতি নিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেসের পক্ষে সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় এলে দ্বাদশ পাস ছাত্রীদের একটি করে স্মার্টফোন দেয়া হবে। আর সব স্নাতক পাস ছাত্রীদের দেওয়া হবে ইলেকট্রিক স্কুটার।

Exit mobile version