Site icon Jamuna Television

আইপিএলে দল কিনতে মরিয়া রণবীর-দীপিকা

ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল কিনতে মরিয়া হয়ে উঠেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। একটি সংস্থার সাথে যৌথভাবে আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজির বিডে আগ্রহী এ তারকা দম্পতি।

আইপিএলের সাথে যুক্ত আছেন শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিনতার মতো বলিউড তারকারা। সেই তালিকায় যুক্ত হতে চাইছেন বলিউডের সুপারস্টার দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং। আইপিএলের আগামী আসরে যুক্ত হবে নতুন দুটি দল। সেই দুই দলের একটি কিনতে চান তারা।

আগামী ২৫ অক্টোবর ঘোষণা করা হবে আইপিএলের নতুন দুটি দলের নাম। এই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক হতে প্রতিদ্বন্দ্বিতা চলছে বাঘা বাঘা গ্রুপ ও প্রতিষ্ঠানের।

Exit mobile version