Site icon Jamuna Television

পিরোজপুরে ভেলা বাইচ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় লোক ঐতিহ্যবাহী কলা গাছের ভেলার বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি কলেজ দীঘিতে ব্যতিক্রমী ও ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার স্থানীয় তাওহিদ যুব সংঘ ও কলেজ চত্বরের যৌথ আয়োজনে অনুষ্টিত এ ভেলা বাইচে জেলার মোট ৬টি দল অংশ নেয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বাইচ দেখতে শত শত মানুষ উপস্থিত হয়।

প্রতিযোগিতায় নেছারাবাদ উপজেলার আবু সাঈদ ১ম স্থান, নাজিরপুর উপজেলার প্রসেঞ্জিত ২য় স্থান এবং নেছারাবাদ উপজেলার সোহান ৩য় স্থান লাভ করে। বাইচ শেষে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম ও সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নিজামুল হায়দার বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেন।

Exit mobile version