Site icon Jamuna Television

ছবিতে সেই ছক্কা, সেই উদযাপন…

গতকালের ম্যাচ দেখেননি তেমন বাংলাদেশি ক্রিকেট ভক্তের সংখ্যা খুব বেশি নয়। লাইভ না দেখলেও পরে ইউটিউবে নিশ্চয়ই দেখে নিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় আর উদযাপনের সেইসব দৃশ্য। কিন্তু যে দৃশ্য ভালো লাগার, যে দৃশ্য মনোমুগ্ধকর সেটা বারবার এক দুইবার দেখে কি মন ভরে! তাই এখানে কয়েকটি ছবির মাধ্যমে তুলে ধরা হলো সেই ছক্কা আর তার পরবর্তী উদযাপনের দৃশ্যগুলো।

বলের ওপর চড়াও হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ

ব্যাটের আঘাতে হাওয়ায় ওড়ছে বল; ছুটছে গ্যালারির দিকে…

বল গ্যালারিতে আছড়ে পড়ার অপেক্ষায় উত্তেজিত মাহমুদুল্লাহ

বল গ্যালারিতে পড়তেই যেন নিজেই উড়তে শুরু করলেন জয়ের নায়ক…

সত্যিই আকাশে উড়েছেন!

মাঠের বাইরে থেকে দৌড়ে এসে উড়ন্ত মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরেছেন সতীর্থরা

অতঃপর শুরু ‘নাগিন নাচ’…

 

Exit mobile version