Site icon Jamuna Television

বাংলাদেশের সাথে ম্যাচ ২৪ অক্টোবর; আগেই দল ছাড়লেন জয়াবর্ধনে

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে তিন ম্যাচের সবগুলোই জিতেছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়মরক্ষার শেষম্যাচেও তাদের ৪৪ রানে গুড়িয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় লঙ্কানরা।

আগামী রবিবার (২৪ অক্টোবর) বাছাইপর্বে বি গ্রুপের রানার্সআপ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের লড়াই শুরু করবে শ্রীলঙ্কা।

তবে এর আগেই দল ছেড়ে শ্রীলঙ্কায় চলে যাচ্ছেন শ্রীলঙ্কান দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। দীর্ঘ কয়েক মাস জৈববলয়ে থাকায় ক্লান্ত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ২০০৭ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন জয়াবর্ধনে। দীর্ঘ সময় সেখানে জৈববলয়ে থাকতে হয়েছে তাকে। এর আগে ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডেও সাউদার্ন ব্রেভকে কোচিং করিয়েছেন সাবেক এ শ্রীলঙ্কান অধিনায়ক। ফলে বেশ কয়েকমাস ধরেই পরিবারের বাইরে আছেন তিনি। তাই পরিবারকে মিস করছেন ভীষণভাবে।

এ বিষয়ে জয়াবর্ধনে বলেন, জুন মাস থেকে এখন পর্যন্ত ১৩৫ দিন আমি জৈববলয় এবং নিভৃতবাসে কাটিয়েছি, আমি ক্লান্ত। তবে একইসাথে শ্রীলংকা দলের ব্যাপারটাও বুঝতে পারছি। ওদের জানিয়েছি বর্তমান প্রযুক্তির যুগে যোগাযোগ করাটা কঠিন কিছু না। একজন বাবা হিসেবে মেয়ের সাথে দেখা না করার যন্ত্রণা আশা করি সবাই বুঝতে পারবে।

Exit mobile version