Site icon Jamuna Television

মেক্সিকোতে গুলিবিদ্ধ হয়ে দুই নারী পর্যটক নিহত

ছবি: সংগৃহীত।

মেক্সিকোতে গোলাগুলির ঘটনায় একজন ভারতীয় নাগরিকসহ দুই নারী পর্যটক নিহত হয়েছেন। তুলুম শহরের একটি রিসোর্টের সম্প্রতি ওই গোলাগুলিতে আহত হয়েছেন আরো তিন জন।

নিহতের একজন জার্মানির নাগরিক, অপরজন ভারতীয় নাগরিক। আহত অপর তিন জার্মান ও ডাচ নাগরিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্দুকধারীরা দুটি মাদক দলের সদস্য। ব্যবসা সংক্রান্ত অন্তর্কোন্দলের জেরে ঘটে এ গুলিবিনিময়ের ঘটনা। সে সময় রিসোর্টে থাকা পর্যটকরা গোলাগুলির মাঝে পড়লে হতাহত হন তারা।

এ ঘটনার জেরে মেক্সিকো ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর প্রদেশটিতে সাড়ে ৮০০ এর বেশি মাদক সংক্রান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে।

Exit mobile version