Site icon Jamuna Television

খালে ময়লা ফেলা বন্ধে ক্যামেরা বসাবে ঢাকা উত্তর

খালে ময়লা ও বর্জ্য ফেলা বন্ধে খালের পারগুলো সিসি ক্যামেরার আওতায় আনছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এমনটি জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৩ অক্টোবর) সকালে মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের পাড়ে জনসচেতনতামূলক কার্যক্রমের অনুষ্ঠানে মেয়র এই তথ্য জানান। ইতোমধ্যে মোহাম্মদিয়া হাউজিংয়ের খালের একাংশে ১০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানান তিনি।

এছাড়া যেসব ভবনের স্যুয়ারেজ লাইন সরাসরি খালে এসে পড়েছে তাদেরও সতর্ক করেন মেয়র। খাল উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চুক্তি করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, আসছে নভেম্বরেই সেনাবাহিনী কাজ শুরু করবে। এতে প্রভাবশালীদের হাত থেকে খাল মুক্ত করা যাবে বলে আশা উত্তরের মেয়রের।

Exit mobile version