Site icon Jamuna Television

প্রথম দিন বিব্রতকর হতে যাচ্ছে প্রোটিয়াদের

ফিরে যাচ্ছেন ডেভিড মিলার। ছবি: সংগৃহীত

অপ্রতিরোধ্য জশ হ্যাজলউডের পর অ্যাডাম জাম্পা হয়ে উঠেছেন দুর্বোধ্য; এর সাথে যোগ হয়েছে দুর্ভাগ্য। সব মিলিয়ে বিপদে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ৯৮ রান তুলতেই নেই প্রোটিয়াদের ৮ উইকেট!

জশ হ্যাজলউডের আঁটসাঁট বোলিংয়ে সুবিধে করতে পারেনি দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। এর সাথে গ্লেন ম্যাক্সওয়েলও করেছেন নিয়ন্ত্রিত অফস্পিন। প্যাট কামিন্সও বোলিংয়ে এসেই দারুণ স্লোয়ারের পয়েন্টে ক্যাচ দিতে বাধ্য করেছেন হেইনরিখ ক্লাসেনকে। এর সাথে যুক্ত হয়েছেন অ্যাডাম জাম্পা। এইডেন মার্করামকে নিয়ে ডেভিড মিলার যখন পাল্টা আক্রমণের ইঙ্গিত দিচ্ছেন, তখনই গুগলিতে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেছেন মিলারকে। অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকেও ম্যাথু ওয়েডের ক্যাচ বানিয়েছেন জাম্পা। তবে এতোকিছুর মধ্যে কেশব মহারাজ যেভাবে রান আউট হয়েছেন, তাতে মনে হতেই পারে, বিশ্বকাপের প্রথম দিনটি বিব্রতকর অভিজ্ঞতাই উপহার দিতে যাচ্ছে বাভুমা বাহিনীকে।

একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে প্রোটিয়া ইনিংসকে চ্যালেঞ্জিং বানানোর ভরসা হিসেবে ক্রিজে টিকে থাকা এইডেন মার্করামও ফিরে গেছেন ৩৬ বলে ৪০ রান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৮ রান।

Exit mobile version