Site icon Jamuna Television

ক্যান্সারে আক্রান্ত আশ্রাফের চিকিৎসার জন্য অর্থসহায়তা প্রয়োজন

আশ্রাফ আলী ভূইয়াঁ।

কলেজ শিক্ষার্থী আশ্রাফ আলী ভূইয়াঁ (১৯) ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ। মধ্যবিত্ত পরিবার তাই জানিয়েছে মানবিক সাহায্যের আবেদন।

আশ্রাফ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এইচএসএসির শিক্ষার্থী। তার শরীরে বিসিপি-অল (ব্ল্যাড ক্যান্সার) ধরা পড়লে চলতি বছরের মার্চ মাস থেকে চিকিৎসা শুরু হয়। আশ্রাফের শরীরে বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। সেজন্য প্রয়োজন প্রায় এক কোটি টাকা। এরইমধ্যে তার চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে। তার পরিবারের পক্ষে আর চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই সকলের নিকট মানবিক সাহায্য কামনা করছে পরিবারের সদস্যরা।

আশ্রাফ আলী ভূইয়াঁর জন্য সহযোগিতা করতে পারেন নিচের ঠিকানায়।

বিকাশ নম্বর : ০১৭৯৪৪১৪৬২১
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার: ২০৫০১৯৬০২০১২১৭০১৫
অ্যাকাউন্ট নাম: MUHAMMAD ALI BHUYAN
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
বি-বাড়িয়া ব্রাঞ্চ, বাংলাদেশ

Exit mobile version