Site icon Jamuna Television

সেই ব্যর্থ প্রেমিকের বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে সিনেমা; নায়িকা ববি

প্রেক্ষাগৃহে চলছে পদ্মপুরাণ। অন্যদিকে প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত প্রীতিলতা ছবির। এরই মধ্যে নতুন ছবির খবর দিলেন নির্মাতা রাশিদ পলাশ।

গুঞ্জন উঠেছে, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারিতে ঘটা আলোচিত ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। নায়িকা শিমলার এক কথিত ব্যর্থ প্রেমিক সেদিন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা চালান। ঘটনায় যাত্রীদের হতাহতের ঘটনা না ঘটলেও ছিনতাইকারী নিজে নিহত হন।

যমুনা নিউজের সাথে কথোপকথনে রাশিদ পলাশ এ ব্যাপারে সরাসরি কিছু না বললেও গুঞ্জনটিকে সরাসরি নাকচও করে দেননি। দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান।

সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নায়িকা ববির সাথে কথা পাকাপাকি করেছে নির্মাতাপক্ষ। বাকি চরিত্রগুলোতে কারা কারা থাকবেন, তার বিস্তারিত জানতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান পরিচালক রাশিদ পলাশ। মূলত প্রীতিলতার শ্যুটিং শেষ করেই পুরোদমে এই সিনেমায় ডুব দেবেন তিনি।

আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রযোজনায় আরো থাকছেন বরেণ্য সিনেমা পরিচালক শাহাদাৎ হোসেন লিটন।

Exit mobile version