Site icon Jamuna Television

বাস কনডাক্টর থেকে শত কোটি টাকার মালিক শাহীরুল গ্রেফতার

কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান প্রতারক শাহীরুল ইসলামকে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য জানান।

র‍্যাবের কর্মকর্তা জানান, রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ জব্দ করা হয়। বেশ কয়েকটি ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে বহু বছর ধরে প্রতারণার কাজটি করে আসছিলেন। চাকরি দিতে পারতো না, তাই ভুক্তভোগীরা টাকা চাইতে আসলে অস্ত্রশস্ত্র দিয়ে ভয় ভীতি দেখাতো। বাস কনডাক্টর থেকে প্রায় শত কোটি টাকার মালিক তিনি।

Exit mobile version