Site icon Jamuna Television

পোশাক খুলে ইতালির ফ্লাইট অ্যাটেনডেন্টদের অভিনব প্রতিবাদ

ছবি: সংগৃহীত।

কাজের কঠিন শর্ত ও ছাঁটাইয়ের প্রতিবাদে ইতালির জাতীয় এয়ারলাইন (আইটিএ) এয়ারওয়েসের অর্ধশত নারী কর্মী পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে রাস্তায় অভিনব প্রতিবাদ করেছে।

সিএনএন’র প্রতিবেদনে জানা যায়, রোমের ক্যাম্পিডোগ্লিও স্কয়ারে আনুমানিক ৫০ জন নারী কর্মী শুক্রবার (২২ অক্টোবর) তাদের এয়ারলাইন্সের ইউনিফর্ম খুলে ঠায় দাঁড়িয়ে থাকেন। এ সময় তারা ‘উই আর আলইতালিয়া’ বলে স্লোগান দিতে থাকে।

ফ্লাইট এটেনডেন্টদের ইউনিয়ন অভিযোগ করেছে, বেতন কাটা হয়েছে এবং তাদের অনেকে সিনিয়রিটি হারিয়েছেন। এভাবে চলতে থাকলে তাদের পক্ষে এয়ারলাইন্সটিতে কাজ করা সম্ভব হবে না বলেও জানান তারা।

এয়ারলাইন্সটির প্রেসিডেন্ট আলফ্রেডো আলটাভিলা এধরনের প্রতিবাদকে জাতীয় লজ্জা বলে অভিহিত করেছেন।

Exit mobile version