Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের কাছে ২০ বছরের ক্ষতিপূরণ দাবি তালেবানের

জবিউল্লাহ মুজাহিদ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে গত ২০ বছর ধরে মার্কিন সেনাদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, সিজিটিএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

প্রেস টিভির প্রতিবেদনে জানা যায়, জবিউল্লাহ মুজাহিদ বলেন, যুক্তরাষ্ট্র এই প্রথম আফগান জনগণকে নৃশংসভাবে হত্যা করেনি বরং তারা গত ২০ বছর ধরে এই কাজ করে এসেছে।

তিনি আরও বলেন, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভণ্ডামি এবং তাদের আসল চেহারা আফগান জনগণের পাশাপাশি গোটা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। যেখানেই যুক্তরাষ্ট্র আফগান জনগণের সাথে পাশবিক আচরণ করেছে সেখানেই তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর মার্কিন সেনারা ১০ আফগান নাগরিককে হত্যার পর ক্ষতিপূরণ দেয়ার কথা বলে ওয়াশিংটন।

Exit mobile version