Site icon Jamuna Television

উইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ইংল্যান্ডের বোলিং

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগ্যান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দেখা হওয়াটা স্বাভাবিকভাবেই ২০১৬ সালের আসরের ফাইনালকে মনে করিয়ে দেবে। ফাইনালে বেন স্টোকসের করা শেষ ওভারে টানা ৪টি ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজের জন্য শিরোপা কেড়ে এনেছিলেন কার্লোস ব্রেথওয়েট। এরপর অনেক পাল্টে গেছে ইংলিশরা। সীমিত ওভারের ক্রিকেটে ভয়ডরহীন ক্রিকেটকে নিজেদের ব্র্যান্ডে পরিণত করেছে মরগ্যান বাহিনী। তবে এই বিশ্বকাপটি তাদের খেলতে হচ্ছে বেন স্টোকস ও জফরা আর্চারকে ছাড়াই।

অন্যদিকে উইন্ডিজের ব্যাটিং মানেই পাওয়ার হিটারদের ছড়াছড়ি। এভিন লুইস, লেন্ডল সিমন্সদের পর গেইল, হেটমায়ার, পুরান, পোলার্ড, আন্দ্রে রাসেলরা আছেন ঝড় তুলতে। তাই দেখা যাক, বিশ্বকাপে শুভ সূচনা কারা করে আজ।

Exit mobile version