Site icon Jamuna Television

কেন পিএসজি ছাড়তে চাইছেন নেইমার?

গোটা বিশ্বে হইচই ফেলে গত বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যান নেইমার। যাওয়ার কিছুদিন পরই খবর আসে,সেখানে ভালো নেই তিনি।

মাত্রই তো ছয় মাসের মতো হয়েছে, এখনই ছাড়বেন; অনেকেই বিশ্বাস করতে চাইছিলেন না। কিন্তু ধীরে ধীরে তা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে! কেন ছাড়ছেন পিএসজি? এত দিন নানা রকম কথা শোনা গেলেও এবার জানা গেল এর নেপথ্যে ৫টি উল্লেখযোগ্য কারণ:

সম্প্রতি মার্সেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান নেইমার। এতে তার পায়ের পাতার হাড় ভেঙে যায়। সদ্য এর সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি রিও ডি জেনিরোও নিজের বিলাসবহুল বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। তা জিতে ফের দেশকে আনন্দের জোয়ারে ভাসাতে চান নেইমার। স্বপ্নের আসর শেষে মাঠে গড়াবে মৌসুমের বাকি ম্যাচগুলো। ওই সময় অ্যামেইন্স, রেনে ও স্তাদে মালহার্বেইর বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্ত জানাচ্ছে, ওই ম্যাচগুলোই হতে পারে নেইমার-পিএসজি যুগলবন্দীর শেষ অধ্যায়।

 

Exit mobile version