Site icon Jamuna Television

১৯ ডলারে আইফোন মোছার কাপড় প্রসঙ্গে অ্যাপল সিইওকে খোঁচা ইলন মাস্কের

প্রতিদ্বন্দ্বী কোম্পানি ও তাদের সিইও-দের নিয়ে মজা করায় ইলন মাস্কের জুড়ি মেলা ভার। স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা এই আলোচিত উদ্যোক্তার কটাক্ষ-বাণের সর্বশেষ শিকার অ্যাপল সিইও টিম কুক।

গতকাল এক টুইট বার্তায় ইস্তানবুলে নিজেদের নতুন শোরুম নিয়ে টুইট করেন অ্যাপল সিইও টিম কুক। তিনি লেখেন, পরিচয় করিয়ে দিচ্ছি ইস্তানবুলে আমাদের চমৎকার নতুন স্টোর ‘অ্যাপল সাদ্দেসি’। দারুণ একটি কমিউনিটির অংশ হতে পারে আমরা খুশি। সেইসঙ্গে এই অসাধারণ জায়গায় নতুন গ্রাহকদের স্বাগত জানাতে তর সইছে না।

এই টুইট বার্তাটিকেই রিটুইট করেছেন ইলন মাস্ক। সাথে যুক্ত করেছেন খোঁচাযুক্ত ক্যাপশন। তিনি লেখেন, অ্যাপলের সবশেষ পলিশিং ক্লথকে দেখতেই আসবো এখানে!

Exit mobile version