Site icon Jamuna Television

স্ত্রীকে পুরুষ নার্স টিকা দেয়ায় ক্ষুব্ধ হয়ে গভর্নরকে থাপ্পড়! (ভিডিও)

ছবি: সংগৃহীত

নতুন নিয়োগ পাওয়া এক গভর্নরের অভিষেক অনুষ্ঠান চলছে। হঠাৎ মঞ্চে উপস্থিত এক অজ্ঞাত ব্যক্তি। হেটে গেলেন পোডিয়ামের দিকে। যেখানে ভাষণ দিচ্ছিলেন নবনিযুক্ত গভর্নর আবেদিন খোররাম। পোডিয়ামের পেছনে দাড়িয়ে গভর্নরের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছেন ওই ক্ষুব্ধ নাগরিক।

শনিবার (২৩ অক্টোবর) ইরানের আজারবাইজান প্রদেশের গভর্নরের অভিষেক অনুষ্ঠানের এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফার্স নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, যে ব্যক্তি ওই হামলা চালিয়েছে তিনি গভর্নরের ওপর ক্ষুব্ধ ছিল। সম্প্রতি ওই ব্যক্তির স্ত্রী করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। টিকা নেয়ার সময় মহিলা নার্সের বদলে পুরুষ নার্স টিকা দেয়ায় গভর্নরের ওপর ক্ষুব্ধ ছিল সে।

>>>ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পরবর্তীতে আবেদিন খোররাম জানান, তিনি ওই হামলাকারীকে চিনেন না। এবং এ ঘটনায় তিনি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। তবে কীভাবে ওই ব্যক্তি অভিষেক অনুষ্ঠানে ঢুকেছে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার ঘাটতি ছিল এটা পুরোপুরি নিশ্চিত। এ বিষয়ে কর্মকর্তারা তদন্ত করছেন, তদন্ত শেষে বলা যাবে।

Exit mobile version