Site icon Jamuna Television

একমাত্র সন্তানকে হারালেন জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা মাসুদ পথিক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাসুদ পথিকের ৮ বছর বয়সী একমাত্র ছেলে অঋব অনুসূর্য মারা গেছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাথরুমে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়।

মাসুদ পথিক জানান, বৃহস্পতিবার বিকেলে বাথরুমে গোসল করতে যায় অনুসূর্য। অনেকক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। পরে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেলে দরজা ভেঙে বাথরুমে অনুসূর্যকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সন্তানের এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা। ভীষণ আক্ষেপ নিয়ে ফেসবুকে তার পোস্ট, অঋব অনুসূর্য, সে চলে গেলো না-ফেরার দেশে। ঘৃণা আর হিংসার পৃথিবীতে আমারও থাকতে ইচ্ছে করে না।

নির্মাতা পুত্রের এমন অকাল প্রয়াণে শোকতপ্ত সমবেদনা জানিয়েছে সংস্কৃতি অঙ্গনের অনেকেই।

নির্মাতা মাসুদ পথিক তার প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার পরিচালিত চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’ ২০১৯ সালে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এখানেও একটি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পান মাসুদ পথিক।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি কবি হিসেবেও সুখ্যাতি আছে তার। ২০১৩ সালে কবিতার জন্য ‘কালি ও কলম পুরস্কার’ অর্জন করেন মাসুদ পথিক।

Exit mobile version