Site icon Jamuna Television

আবার চালু হচ্ছে ‘নতুন কুঁড়ি’

ছবি: সংগৃহীত।

প্রতিভা অনুসন্ধানে শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ফের চালুর নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ৷ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতিচর্চা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণে ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ) আয়োজিত স্মরণ সভায় এ কথা জানান মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, আজকে আমাদের দেশে মাঝেমধ্যে যে জঙ্গিবাদ-মৌলবাদের আস্ফালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হয়, এসব আরও কমে যাবে যদি আমরা শিশুদের সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে পারি। তাদের ভেতরে আমাদের অসাম্প্রদায়িক চেতনা সঞ্চার করতে পারি।

বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। সেগুলো আবার নতুন করে চালু করবো।

Exit mobile version