Site icon Jamuna Television

কুড়িগ্রামের উলিপুর সমাজসেবা কর্মকর্তা মাদকসহ আটক

উলিপুর সমাজসেবা কর্মকর্তাকে মাদকসহ আটক করেছে র‍্যাব।

স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান এবং তার সহযোগী রাসেল মিয়াকে মাদকসহ আটক করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (২৩ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর শহরের শাপলা চত্বর থেকে চার লিটার দেশিয় মদসহ মশিউর রহমান এবং তার সহযোগী রাসেল মিয়াকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করে র‍্যাব-১৩।

রংপুর র‍্যাব-১৩ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট মাহমুদ বসির আহমেদ জানান, চার লিটার দেশি মদসহ দুইজনকে গত শনিবার বিকেলে আটক করা হয়েছে। তিনি নিজেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর র‌শিদ জানান, আটক দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version