Site icon Jamuna Television

চেলসি ও ম্যানচেস্টার সিটির ধামাকা

বড় জয় পেয়েছে দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি। মেসন মাউন্টের হ্যাটট্রিকে চেলসি ৭-০ গোলে বিধ্বস্ত করেছে নরউইচকে। আর সিটি ৪-১ গোলের জয় পেয়েছে ব্রাইটনের বিপক্ষে।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৮ মিনিটে মেসন মাউন্টের গোলে লিড নেয় চেলসি। এরপর ১৮ মিনিটে হডসন ওডই আর ৪২ মিনিটে রিচ জেমস স্কোর শিটে নাম তুললে ৩-০’র লিড পায় টুখোলের দল। ৫৭ মিনিটে বেন চিলওয়েল আর ৬২ মিনিটে নরউইচের ম্যাক্স অ্যারানস আত্মঘাতি গোল করে বসেন। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় আর ইনজুরি টাইমে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মাউন্ট। বিশাল জয়ে টেবিলের শীর্ষস্থান সুসংহত করলো চেলসি।

অন্যদিকে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ব্রাইটনের বিপক্ষে ১৩ মিনিটে এগিয়ে যায় ইলকাই গন্ডোয়ানের গোলে। ২৮ ও ৩১ মিনিটে সিটিজেনদের হয়ে আরও দুই গোল করেন ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় ব্রাইটন। সুযোগ কাজে লাগিয়ে এক গোল শোধ দেন ম্যাক আলিস্তের। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে চতুর্থ গোল পায় সিটি, স্কোর শিটে নাম তোলেন রিয়াদ মাহরেজ।

Exit mobile version