Site icon Jamuna Television

করোনায় প্রাণ গেলো আরও ৬ হাজার মানুষের

বিশ্বজুড়ে আরও প্রায় ৬ হাজার মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। মহামারিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে প্রায় ৪৯ লাখ ৬০ হাজার।

নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৩ লাখ ৭২ হাজার। এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ২৪ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুর শীর্ষে এখনও রাশিয়া। শনিবার (২৩ অক্টোবর) ১ হাজার ৭৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এদিনও সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। প্রায় ৪৫ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস।

ভারতে বেড়েছে প্রাণহানি। দেশটিতে একদিনে মারা গেছে ৫৫৯ জন। ৫শর কাছাকাছি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনে।

Exit mobile version