Site icon Jamuna Television

ভয়ঙ্কর হয়ে উঠছে যশোরের আফরা নদী

যশোরের বসুন্দিয়ার আফরা ঘাট জামে মসজিদ ভৈরব নদের ভাঙনের কবলে পড়েছে। তীব্র স্রোতে প্রতি বছরই নদীর পশ্চিম পাশ ভাঙনের কবলে পড়ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত নদীর পাড় বেঁধে মসজিদটি রক্ষা করা হোক।

নওয়াপাড়া থেকে আসা ভৈরব নদ ও নড়াইল হয়ে আসা আফরা নদী মিলেছে আফরা ঘাটে। ফলে নদীতে পানি কম থাকলেও ঘাটের কাছে স্রোতের চাপ কিছুটা বেশি। প্রতি বর্ষায় স্রোতের চাপে ভাঙছে নদীর পশ্চিম পাড়। এরইমাঝে বিলিন হয়েছে কয়েকটি দোকানও।

যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম জানান, অন্যবছরের তুলনায় এবারে বেশি ভাঙন হয়েছে নদীতে। ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প চলমান আছে বলেও জানান তিনি। বললেন, এ বিষয়ে প্রকল্প জমা দেয়া হয়েছে, পাস হয়ে এলেই ব্যবস্থা নেয়া হবে।

বসুন্দিয়া ও সিদ্ধিরপাশাসহ ভৈরব নদের ৪ পয়েন্টে ভাঙন প্রতিরোধে প্রকল্প প্রস্তাব দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

Exit mobile version